মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন অক্টালের প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল জব্বার

আইসিটিতে বিশেষ অবদানের জন্য কালিয়াকৈর উপজেলার অকটাল টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট এর  প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ আব্দুল জব্বার (উল্লাস) ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির ও সার্ক কালচারাল কাউন্সিল এই সম্মাননার জন্য তাকে মনোনীত করেন।

বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন-২০২৪ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির ও সার্ক কালচারাল কাউন্সিল এর যৌথ উদ্যোগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হোটেল অরনেট, বিজয়নগর এর মিলনায়তনে পুরস্কার হস্তান্তর করা হয়। জাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই সভা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন ও সভাপতিত্ব করেন সার্ক কালচারাল কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং আরও উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা। 



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ