কালিয়াকৈরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 


গাজীপুরের কালিয়াকৈরে শহীদ জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী মাঠে তারুণ্য যুব সংঘের আয়োজনে নারী প্রীতি ফুটবল ম্যাচে রংপুর নারী ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪- ২ গোলে দিনাজপুর নারী ফুটবল একাদশকে পরাজিত করে।


পরে নারী ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামান শিপলু বকশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

এ সময় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীনুজ্জামান শাহীন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্ববায়ক সদস্য আক্তার হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক নাজমুল আলম শাওন সহ বিএনপি`র বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ।


উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য, মোজাম্মেল হোসেন।


পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ